জেনে নিন কাদের সাথে রাগ-অভিমান করবেন





 রাগ,অভিমান,জেদ তার সাথে করুণ যে আপনার রাগ ভাঙাবে,অভিমান ভাঙাবে বা আবদার পুরণ করবে হতে পারে আপনার জীবনে এমন কাউকে কাউকে পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, যে কিনা একজন ভালো ব্যাক্তিত্ব সম্পন্ন আর্থিক সচ্ছল ও জস খ্যাতি সম্পন্ন মানুষ আর হতে পারে আপনাকে অনেক ভালোবাসে।আপনি কি তাকে তার জস,খ্যাতি আর ব্যাক্তিত্বের জন্য পছন্দ করেন,করতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে এরকম কাউকে খুজছেন?
এবার ধরুন তার সাথে আপনার সারা জীবন চলাফেরা,থাকার একটা সম্পর্ক হয়েছে বা হবে।জীবনে চলার পথে হতে পারে অনেক ভুল বোঝাবুঝি এটা খুবই সাধারণ ব্যাপার।কোন কারণ বসত আপনি তার সাথে রাগ বা অভিমান করলেন ।হয়তে সে আপনাকে তার মত করে যুক্তি দেওয়ার চেষ্টা করবে।এখানে উল্লেখ্য যে আপনি কি কারণে রাগ করেছেন বা অভিমান  করেছেন সেটা বিষয় নয় ,আসল কথা হলো ধরেন দোষটা আপনারি আর আপনি উলটো তার উপর রাগ করেছেন।এবার ঐ ব্যাক্তি ক্ষিপ্ত হয়ে বলতেই পারে ভুল ভাল কথা,পাল্টা রাগ এভাবে আসতে আসতে ভয়ংকর পর্য়ায়েও যায় শুধু মাত্র রাগ, অভিমানের আর জেদ এর কারণে,  এটা নিতান্তই দেখা যায়।
     



এবার মজার বিষয় হচ্ছে ঐ ব্যাক্তি যদি ঐ মহুর্তে  পাল্টা রাগ না করে কিভাবে আপনার রাগ,অভিমান,জেদ ভাঙানো যায় সে চেষ্টা করে কেমন লাগবে ঐ মহুর্তটা?
তার মানে এটাও বোঝাতে চাচ্ছি না আপনার  প্রিয় মানুষটি ভুল করলে প্রশ্চয় দেওয়া বা ভুল ধরিয়ে না দেওয়া।এখানে বিষয়টা হচ্ছে  সে যখন আপনার রাগ অভিমান ভাঙানের যত উপায় আছে বা আপনি পছন্দ করেন এরকম কিছু করছে তখন আপনি নিজে থেকেই হয়তে নিজের ভুল বুঝতে পারবেন।আর মান-অভিমান ,রাগ জেদ ভাঙানোর   স্পৃহা সবার থাকে না।প্রিয় মানুষের রাগ,আভমান ভাঙানোর মজাটা আসলে সবাই বোঝে না।তাই তার সাথে রাগ-অভিমান করুন যে আপনাকে নিজের থেকেও বেসি গুরুত্ব দেয়,জীবনে সুখে থাকার মানে সবার কাছে এক নয়। অনেকেই আছে জস,খ্যাতি আর অর্থে মাঝে সুখ খুজে  ..কিন্ত  সেখানে পাওয়ার  কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আবার কিছ প্রকৃতির মানুষ আছে যারা পরিবার আর প্রিয় মানুষের  মধ্যে ,তাকে গুরুত্ব দেওয়ার মাঝে, তার দুষ্ট মিষ্টি আবদার পুরণের মাঝে,তার অভিমান ,রাগ ভাঙানোর মাঝে,তার সাফল্যের মাঝে খুজে পায় অপার তৃপ্তি। ব্যাক্তিগতভাবে আমি শেষের কথাগুলোকে  মেনে চলি।
প্রিয় পাঠক পাঠিকা আপনাদের মতামত আশা করছি,আর  onlineserviceripon.blogspot.com a ভিসিট করার জন্য ধন্যবাদ।  
MD.Ahonaf Sakil Ripon


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন