বর্তমান সময়ের ভালোবাসা পবিত্র হতে পারে না?


টিকে থাকার জন্য ব্যস্ততাতার পরেও মানুষ কোনো না  কোনো মহূর্ত পায় দীর্ঘ শ্বাস ফেলার জন্য আর মহূর্তে সে যার কথা ভাবে হাজারো ক্লান্তির মধ্যেও নিজের থেকেও বেসি ভালোবাসে,মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তার কাছে তার  সাফল্য কামনা করে ঐ ব্যক্তির কাছে সে কোন সাধারণ মানূষ হতে পারে না ,তার কছে সে অমূল্য রতন।
সুস্থ্য মনের মানুষ হওয়াটা ভাগ্যের ব্যাপার।কোনো মানুষ অন্য কাউকে অথবা কোন বালক তার পরিবারের বাইরের কাউকে কোন বাজে চিন্তা ব্যাতিত অন্য কারো ভালো মন্দকে  নিজের মত করে নেওয়া,অন্য কারো চাওয়াকে নিজের মত করে দেখা বিশেষ কারো দুঃখের মহূর্তে  নিজেই ব্যাতিত হওয়া এগুলো খারাপ কিছু হতে পরে না।
উদাহরণ সরূপ বলা যেতে পারে ,এক বালক অন্য এক বালিকার প্রতি তার মনকে আকৃষ্ট হতে দেখলো প্রথম প্রথম সে ভাবলো এটা মনে হয় তার মনের আবেগ।কিন্তু আবেগ তো ক্ষনিকের সময়ের জন্য। বালকটি শিক্ষিত হওয়ার কারণে সহজে বুঝলো এটা আবেগ হতে পারে না কিন্তু কি তাহলে,দিনের পর দিন সে ঐ বালিকার  কথা ভাবতে থাকে চেষ্টা করে যাতে বালিকার কথা মনে না পরে,কিন্ত ভুলতে আর পারলো কই ,এমন এক সময় আসলো বালকের মনে হলো প্রত্যেক নিস্বাসে বিশ্বাসে তাকে নিয়ে ভাবা। বালক অনুমান করলো ঐ বালিকাকে নিয়ে তার খারাপ কোন চিন্তা নাই শুধু আত্নার টান মাত্র।এর নাম কি বালক জানে না ।এই অনুভূতি,-- ছেলে মেয়ে,বালক বালিকা অথবা নারী পুরুষের প্রতি টান এটা সৃষ্টিকর্তা প্রদত্ত যদি সেটা খাটি এবং খারাপ মতলবে দেখা বা ভাবা না হয়।
পাপ তো সেই বালক বালিকারা করে যারা আবেগের বসে নিজেদের স্বর্ণ সরূপ যৌবনকে ভূল পথে বিলিয়ে দেয়।

এই লেখাটি পড়ে  বলতে পারেন যে বালক বালিকার  কাহিনী ছাড়া অন্য কিছু কি লিখতে পারেন না?প্রিয় পাঠক /পাঠিকা এগুলো জীবনের আবিচ্ছেদ্য বিষয়।জগতে হাজারো ভালো কাজের সাথে  এটি বর্তমান।
কোনো বালকের অনুপ্রেরণায় কোন বালিকা হতে পাড়ে সফল। এভাবে উভয় উভয়ের অনুপ্রেরনা হতে পারে ,শুধু থাকা চাই পবিত্রতা,বিশ্বসত্বতা,আর ভালোবাসা।
 আরো  উদাহরণ আর দৃষ্টান্ত দেওয়া যায় এই একাবিংশ শতাব্দীর ছেলে মেয়েদের দিয়ে। সবাই খারাপ চিন্তার বা কুমতলব বাজ নয়। তাই পরিশেষে বলতে পারি প্রেম ভালোবাসা অবশ্যই পবিত্র যদি তার সঠিক মানে আমরা জানি।
তাই দয়া করে বলবেন না যে আমার মাথায় শুধু এসব ছাড়া কি অন্য কিছু নাই।
আল্লাহ/সৃষ্টিকর্তা আমাদের সুস্থ্য মনের মানুষ হতে সাহা্য্য করবেন এটাই প্রার্থনা করি।
সবাই ভালো থাকবেন.আর আমার ব্লক সাইট ভিসিট করুন.www,onlineserviceripon.blogspot.com
মো:আহেনাফ শাকিল রিপন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন